আমি যখন রাস্তা ধরে হাঁটি তখন হাঁটার সময়
রাস্তার ডাইনে বাঁয়ে দুদিকে,আর থেকে থেকে
আমার নিজের পিছন ফিরে দেখা,
মুশকিল কি আমি প্রতি মুহূর্তে যা দেখি
তা আগের মুহূর্তে কখনই দেখিনি।
আমি প্রতিটি জিনিস দেখি পারদর্শীর চোখে!
আমি ঠিক ততটাই অবাক হই- ঠিক
যতটা অবাক হয় একটি সদ্যজাত শিশু।সম্পূর্ণ

বাংলা কবিতা, কতিপয় মুমূর্ষু অক্ষর কবিতা, কবি %customfield(cpoet_name)% - কবিতা অঞ্চল

এখন মধ্যরাতের অক্ত যখন একেকদিন একেক ঘন্টায়
শুরু হয়ে নিয়মিত শেষ হইতেছে সব একই সময়ে
যেদিন আমি কুকুরের আগে বুইঝা ফেলতেছি
আততায়ী কে এই রাস্তায়!
লেকে ভাসা কোন মাছটা আত্রাই নদী মিস করতেছে
আর কোনদিক দিয়ে হারিয়ে যাইতেছে লাশ, গন্ধ কিংবা ডার্ক লিপস্টিক। সম্পূর্ণ

বাংলা কবিতা, সলিদাই দিসফ্রুতাদ কবিতা, কবি %customfield(cpoet_name)% - কবিতা অঞ্চল

স্মৃতিতে কেবল গোলাপ মুচড়ানো হাতের নগ্নতা। হয়তো বলে কিছু নাই, সত্যি সত্যি ভাবছি, আকাশ বেলাজ হয়ে পড়ে আছে পায়ের কাছে, আলস্যে ভাগাতে পারছি না, হে জন্মপরাগ, এসো, ভাগিয়ে নাও সমস্ত ফুলকার মেজাজ ও রাগ।সম্পূর্ণ

ভালোবাসার পদ্যগুলো রেখে যাব তার স্মরণে
আমি জানি সেও কাঁদবে আমার মরণে।
প্রকাশ্যে কিংবা অতি গোপনে
শাড়ির আঁচলে মুখ লুকিয়ে।
সম্পূর্ণ