কবিতাবিষয়কাব্যগ্রন্থ
পথচলাআশা
Added by: AMITABHA CHAKRABORTY

আমি যখন রাস্তা ধরে হাঁটি তখন হাঁটার সময়
রাস্তার ডাইনে বাঁয়ে দুদিকে,আর থেকে থেকে
আমার নিজের পিছন ফিরে দেখা,
মুশকিল কি আমি প্রতি মুহূর্তে যা দেখি
তা আগের মুহূর্তে কখনই দেখিনি।
আমি প্রতিটি জিনিস দেখি পারদর্শীর চোখে!
আমি ঠিক ততটাই অবাক হই- ঠিক
যতটা অবাক হয় একটি সদ্যজাত শিশু।সম্পূর্ণ