বাংলা কবিতা, প্রলয় কবিতা, কবি %customfield(cpoet_name)% - কবিতা অঞ্চল

এরপর শ্বাস নিতে ঘর থেকে বেরোলেই
দেখি মানুষের হাপরের বাতাসে আগুন জ্বলে উঠেছে
তোমার কৃপায় পাওয়া ব্যক্তিগত অনল নিয়ে হাঁটি
এ য্যানো যুদ্ধ; আমারই সাথে লড়াই চলছে আমার শেষমেশ অভাবের কাছে হেরে যায়
আমার অনল সিপাহি, দুঃখের তলোয়ার।সম্পূর্ণ

বাংলা কবিতা, পঞ্চাশের বাংলায় কবিতা, কবি %customfield(cpoet_name)% - কবিতা অঞ্চল

যদি ফুলে ভরা মাঠ, ভুলে ভরে যায়,
যদি ওয়ারিশ খোঁজে প্রিয় অন্তরায়-
আমি ঋদ্ধ বুকে তবু শুদ্ধের বাতাস বইব-
আমি যে বাংলার ওয়ারিশ, বারুদ বুকে সইব!
এ আমার মসনদে আমার’ই আক্ষেপ!
শুভেচ্ছা নিও, প্রিয় বাংলাদেশ।সম্পূর্ণ