বাংলা কবিতা, বার্ড সুইসাইড জোন কবিতা, কবি %customfield(cpoet_name)% - কবিতা অঞ্চল

আজকাল ভোর হলেই পাখিদের সংসার প্রারম্ভের রেশ ছুঁয়ে আত্মহত্যা করতে ইচ্ছে করে
শুনেছি সেপ্টেম্বরের বিষাদে আত্মহত্যা করে পাখিরাও।
ডানায় ক্লান্ত জীবন বয়ে নিয়ে ঝাপিয়ে পড়ে মৃত্যুকূপে,
সেই নীল বিভ্রম তৃপ্তিতে পাখিদের কেমন বোধ হয়
তা আর জানা যায়নিসম্পূর্ণ

স্রেফ দুটো মিথ্যে কথা ছোট ছোট
বৃষ্টি খানিকবাদ; আলিঙ্গনেও আপত্তি নেই কোনো
এরপর থামবে ধ্বংসলীলা আমার পৃথিবীর,জানালার।
দুটো একা পা গ্রিলের বাইরে থেকে ভেতরে এসে জানাবে
আজ বিষ্যুদবার, মিথ্যে নয় কবিতা।

বলি,
আজই এসো, দোহাই
স্রেফ দুটো মিথ্যে
বৃষ্টি কিংবা চুমুর সমান।

সম্পূর্ণ