বিছানার গোড়ায় উপুড় এইসব রাত
ভোর হয়ে যায় কুকুর থেকে পাখির ডাকের দূরত্বে
কবিতারে কর্কট মনে হয়, ফের ভুল ভাঙে
এর চেয়ে স্থায়ী দাগ তো নাই
অথচ বন্ধুর মতো আঁকড়ে থাকা।সম্পূর্ণ

বাংলা কবিতা, একটা জেড প্লান্টের কাছে হামনমি কবিতা, কবি %customfield(cpoet_name)% - কবিতা অঞ্চল

যখন চাঁদ ওঠে; একশোটা মুখ হা করে তাকায়ে থাকে আকাশে; বাদামের রং মুখস্ত করতে চাওয়া মাথার ভিতর লোরকাকে নিয়ে স্বগতোক্তি থাকার সম্ভাবনাকে খালাস করে দেয়া কি যায়? বলো, তোমার চুলের মধ্যপথে কতো রাতে… সম্পূর্ণ

বাংলা কবিতা, দূরত্ব কবিতা, কবি %customfield(cpoet_name)% - কবিতা অঞ্চল

বিগব্যাঙ থেকে মহাবিশ্ব
আর আমাদের চুম্বন থেকে প্রণয়
সব একই বিস্ফোরণের মত শুরু হয়েছে।

কিন্তু শেষটা কেউ জানে না
দূরে যেতে যেতে কি হারিয়ে যায় সবাই!
নাকি আবার ফিরে আসে আদিম বিন্দুতে?সম্পূর্ণ