কবিতাশুধু তারে ভালোবাসা যায়
কবিআজিজুল হক
বিষয়আশা, জীবনমুখী, প্রতিবাদ, প্রেম, বাংলাদেশ, বিরহ, ভারতবর্ষ, সমসাময়িক
উৎসর্গমাধবীলতা কে
লিখার স্থানকোচবিহার, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
5/5 - (1 vote)

তারে ভালোবাসা যায়
রোদে বৃষ্টিতে যে মানুষ টা তোমার
পাশে থেকে যায়,
হাজারো অবজ্ঞা আর অবহেলায়
যে মানুষ টা শুধু তোমার পাশে থেকে যায়
তারে ভালোবাসা যায়।

একদিন যদি মনের যত গ্লানি ভরা
হৃদয়ে ছুঁড়ে ফেল তারে,
সে সব সয়েও যদি ফিরে আসে বারেবার,
তোমার কাছে বসে তোমার কুশল শুধায়,
তারে ভালোবাসা যায়।

যারে তুমি দেখিতে না’র দু চক্ষু ভরে,
শুধু দূরে ঠেলে দাও মিথ্যে নানান অজুহাতে,
পারলে যেন তারে দুরছাই করে তারাও আপন ঘৃণা ভরে,
নিজের সব অপমান ভুলে তবুও
যদি মানুষ টা অহরহ তোমার ইচ্ছে
পূরণে ধায়,
জেনো তুমি, তারে ভালোবাসা যায়।
মান বা না মান তারে
যদি দাও বারেবার দূরে ঠেলে,
অবজ্ঞা আর অবহেলায় ফেরাও তুমি তারে,
মনে রেখো কোথাও কি ছিল না সে
তোমারই খোলা মনের দুয়ারে?
দূরে ঠেলেও যদি কখনও
মনে পড়ে মানুষ টার মায়াবী মুখ,
ভালোবাসায় ভরা থাকে চেয়ে তোমার মুখে উৎসুক,
নির্দ্বিধায় ভেবে নিও শুধু
রাঙা পলাশে নয়,
জীবনের প্রতিটি মুহূর্তেই
মনে তার তোমার জন্য বসন্তের বাতাস বয়,
জেনো, শুধু তারে ভালোবাসা যায়।

গভীর দুঃখে একান্ত একাকী নিঃসঙ্গতায়,
গভীর আদরে তোমারই শিয়রে কোন হাতের পরশে যদি
কিছু স্মৃতি ফিরে ফিরে ধায়,
যদি কোন ভাবনায় স্মৃতি গুলো তোমারে কাঁদায়,
জেনো, শুধু তারে ভালোবাসা যায়।

দুফোটা চোখের জল কখনও যদি
কোন বেদনায় ঝরে পড়ে হায়,
নিজের বুকে টেনে নিয়ে আলতো ছোঁয়ায় যে মানুষ টি গভীর যতনে মুছে দিতে চায়,
দুহাত বাড়িয়ে সব দুঃখ গুলোকে নিজের করে নেয়,
জেনো, শুধু তারে ভালোবাসা যায়।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments