পৃথিবীর ফুল ফুটিয়াছি পথে প্রান্তরে
কতকালের সেই অনুভব আজও অন্তরে।
এখনো হৃদয়ে আসে বেদনার ক্ষত
কতকাল কতযুগের কথা তবু হলে না গত।
গ্রীষ্মের বুকে ঝরে কালবৈশাখীর ঝড়
জীবনের কালবৈশাখে ভাঙে অনেক ঘর।
আষাঢ়ে শ্রাবণে আসে বারিধারা
হৃদয় মাঝারে বহে অশ্রুফোয়ারা।
বসন্ত এসেছে ফুটেছে অনেক ফুল
প্রিয়াহীনা এ হৃদয় হয় শুধু ব্যাকুল।
নক্ষত্ররা যুগে যুগে হেটেছে অনেক পথ
জীবনের আদ্যোপান্ত তুমি হারালে প্রেম ব্রত।