যেদিন আকাশ নদী থমকে যাবে আসবে প্রলয় শিখা
খোদার রাজ্যের কর্তৃত্ব তখন সবার হবে দেখা।
ভাঙবে আকাশ জ্বলবে নদী অগ্নিশিখার মত
চারিদিকে জ্বলবে ধরা সবই হবে গত।
সবার হাতে আমল নামা উঠবে হাশরের ময়দানে
ভয়ানক এই মরুদ্যানে কে তবে কারে চিনে।
সূর্য সবার মাথার উপর জ্বলবে খরতাপে।
পাপী তাহার ফল ভোগবে জীবনের সব পাপে।
পায়ের নিচে অগ্নিশিখা দেহ উষ্টাগত
খোদার রাহে কাঁদবে বান্দা হয়ে অবনত।
কে বাঁচাবে এই আজাবে ওগো প্রভু মোদের?
আজ মৃতদেহ হয়ে সবের জীবন হল বোধের।