তুমি সুন্দর হে
এই বসুধাতে
যত আধার গভীর রজনীর এই ধরাতে
তত ঘন আধার কালো তোমার কেশেতে।
যত নীল ঐ নীলিমাতে
তত নীল তোমার চোখেতে।
আসমানে যত তারা সাত রাঙা রঙ
মোর হৃদয়ের আকাশে করো তুমি সং।
তুমি চাঁদ ঐ দূর আকাশে
নিত্য রাতে গহীন বুকে তুমি মোর পাশে।
তুমি আছো মোর হৃদয়ে
পরশ পাথর হয়ে।
হেটেছি যতটা পথ পৃথিবীর অলিগলি ধরে
বসুধার সব মনোহর তোমারি তরে।
তুমি পৃথিবীর রাজরানী
তুমি সদ্যফোটা ফুলে প্রেমের ফুলদানি।
তোমার হাসি ভীষণ সর্বনাশী
তাই তো আমি পৃথিবীর পথ ছেড়ে তোমার কাছে ফিরে আসি।
তোমার বাঁকা নয়ন বিভ্রাটে মোর শয়ন
মোর হৃদয়ের শুকতারারা করে পলায়ন।
তুমি কাননের ফুল তোমার এলোচুল
তোমার খোঁপায় দেব তারা ইতিহাস সংকুল।
2022-03-23