তোমার হৃদয় ভঙ্গুর হল সেই কত দিন হল
কত নদীর জল গড়িয়ে গেল সিন্ধু অতল।
তুমি আজো বিষন্ন তুমি পড়ো নাকো কঙ্কন
তুমি পড়ো নাকো কানে দুল নাকে নাকফুল।
তুমি পড়ো নাকো রাঙা শাড়ি মনের সাথে আড়ি
একাকিত্বের বাড়ি করো সদা পায়চারি।
তুমি পড়ো নাকো ঠোঁটে লাল লিপস্টিক হাসো নাকো ফিকফিক।
তুমি চুলে করো না বেণী তুমি ভীষণ অভিমানী।
তুমি সাজো না আর মুখে তোমার ভীষণ দুখে
তোমার চোখ ভিজে জলে নিত্য অস্তাচলে।
তোমার বুকে ভীষণ খরা প্রেমের অনাদরে
তুমি নিত্য সাজাও বাসর কার মরুচরে?