জাগি ভোর নিশি ঘোর অন্ধকার রাতে
আঁধার রাতে স্বপ্ন ভাঙে বুকের আঘাতে।
আলোর রাতে প্রতিঘাতে জীবন থেমে যায়
অন্ধকারে বদ্ধঘরে জীবন চমকায়!
আলোক এসে খানিক হেসে হঠাৎ লুকিয়ে যায়
ছুঁতে গিয়ে পায়না তারে সবই যেন ছাই।
চাঁদনী রাতে তারার সাথে একটু কথা বলা
চাঁদের সাথে জোছনা রাতে একা হেটে চলা।
জীবন দ্বারে নদীর পাড়ে ঢেউয়ের সাথে ভেসে
স্রোতের সাথে নদীর পথে একটু চলি হেসে।
আমার খেয়া জীবন মাঝে একটু দুঃখ মেশে
আলোকবর্তিকা কে জ্বালাবে একটু ভালোবেসে।