বাংলা কবিতা, দমবন্ধ হয়ে আসা জীবনটা এক সার্থক জেলখানা কবিতা, কবি তিলক দাস - কবিতা অঞ্চল
কবিতাদমবন্ধ হয়ে আসা জীবনটা এক সার্থক জেলখানা
কবিতিলক দাস
কাব্যগ্রন্থকবিতা অঞ্চল - ১
লিখার স্থানমোহাম্মদী হাউজিং সোসাইটি,মোঃপুর,ঢাকা
লিখার সময়১২ জুলাই, ২০২০ ইং/ রাতঃ ০১:৩৮মিঃ
3/5 - (1 vote)

চুলগুলো সাদা হয়ে যাচ্ছে কিন্তু সব সাদা তো ভালো নয়!
পরীক্ষার হলে যেমন সাদা কাগজ জমা দেয়া কিংবা ভুলকে সাদা বানিয়ে চালিয়ে দেয়া,
মনকে বুঝাও, কালো কিংবা নীলকালি যা লিখে লাল কিন্তু তা শোধরে দিতে পারে
আবার পাশও করিয়ে দিতে পারে,
জীবনের পরীক্ষাটাও যদি এমন হতো!

আবার শোধরে হয়ে যেতাম বাবা-মায়ের সফল সন্তানের পরিচয়,
বাবাকে হয়ত বলে দিতাম, তোমার ছেলে এখন লাখ টাকা স্যালারি পায়,
কিন্তু তোমাদের অধিক শাসন কেড়ে নিয়েছে তার মনোবল!
ব্যাট হাতে দৌড়ানো ছেলেটি তাকে শোধরে নিয়ে সেরা ব্যাটসম্যান হতে চায়!
হারিয়ে যাওয়া বুকভরা ভালোবাসা চায় কিন্তু অভিনীত ভালোবাসা দেখতে চায় না,
মায়ের মুখের সত্যিকার হাসি দেখতে চাওয়া ছেলেটি আজ মুখ থুবড়ে পড়ে আছে,
পড়ে আছে অসীম এক অন্ধকার পৃথিবীতে।

আমি শোধরে গিয়ে টাকা নয় ডলার পাউন্ড কিংবা ইউরো ইনকাম করতাম,
দৃশ্যমান হত কিছু মানুষের গোলামির চারিত্রিক বৈশিষ্ট্য,
আমি সফল হয়ে যদি গঞ্জিকাসেবক হতাম কিংবা বোতলের ছিপি খুলে নিয়মিত বলতাম চিয়ার্স,
আহা! তবু হয়ে যেতাম ভালো ছেলে!
কিংবা পাশে দু’চার সুন্দরী থাকলে অনেকেই বলতো মেধাবী ছেলে তাই মেয়েদের লাইন লেগে যাচ্ছে!
অথচ বাস্তবে এরা মেয়েদের অপমানসুলভ কথা বলে যাচ্ছে কিচ্ছুটি না ভেবে অথচ বলেনা বন্ধুত্বের কথা,
হাতে সিগারেটের প্যাকেট থাকলে খুব সহজে বলে দিতো ছেলেটি প্রবাসী তাই ওসব চলে!
কিন্তু একটিবার বলবেনা ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিংবা মদ্যপান একটি খারাপ অভ্যাস,
তাই আমি শোধরে গিয়ে প্রবাসী হতে চাই।

ঢের দেখেছি এ জীবন!
আমার বন্ধু ছিল সুমন,
সে শুধুমাত্র ধূমপান করতো বলে পরিবারের কাছে ছিল খারাপ,
অথচ তার কাজিন নেশাখোর ছিল তবু ভালো ছেলে কারণ সে তখন উপার্জন করে,
যদি এসব মিলিয়ে দেখি বাস্তবতা তবে দেখি টাকা ডলার পাউন্ড ইউরো এসব হচ্ছে দ্বিতীয় ঈশ্বর!
প্রেম করবে আগে টাকা চাই, এত টাকা যেন শরীরে পারফিউম নয় কাগুজে নোটের গন্ধ!
প্রেমিকার মায়ের কাছে অসাধারণ ছেলে আর বাপ বিয়ের দিন পর্যন্ত পাকা করে ফেলবে,
অথচ কেউ তোমার মন দেখেনা দেখবেনা,তোমার চারিত্রিক বৈশিষ্ট্য হবে ফুলের মত পবিত্র!

তাইতো আবার মন চায় শোধরে গিয়ে প্রেমিকাকে বলি
তোমার মা মিথ্যেবাদী ওকে বিশ্বাস করিনা,
বলতাম, মেরুন শাড়িরজমিনে প্রেমের যুদ্ধ,
বলতাম, চলে এসো পালিয়ে যাবো
আর ফিরবো না কারো কাছে,
বলে দিতাম, আমি আর বোকা নই
প্রেমের হত্যাকারীকে তাই বিশ্বাস করিনা।

দমবন্ধ হয়ে আসা জীবনটা এক সার্থক জেলখানা,
না বলা কথাগুলো আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments