বাংলা কবিতা, রিক্ত কবিতা, কবি সুবো আচার্য - কবিতা অঞ্চল
কবিতারিক্ত
কবিসুবো আচার্য
5/5 - (1 vote)

আমার যাত্রার আজ কেউ জেগে নেই, পাথুরে
জমিতে সূর্য্য ঢলে পড়ে, ছিলো কি শৈশব?
প্রত্যেকেই বড়ো দূর, মৃতপ্রায়, একা কিম্বা
                                      শূকর প্রচ্ছদের ভিতর ঢুকেছে

চতুদিকে আসন্ন রাত্রির ছায়া, নক্ষত্রের ষড়যন্ত্র, চাঁদের ইশারা,
মানুষও ফেলেছে দূরে তার নিজ বিভা, কবির প্রতিভা
ভয় পেয়ে সত্যের গা-থেকে মাংস খুবলে নিতে গিয়ে হাত সরায়
একশো দশ মাইল দূরে অপর যুবার নীচে তুমি শুয়ে হাসছো,
হাসো, গাও কিম্বা আলজিভ দিয়ে শীৎকার দাও,
                                                             তার সাথে পুনরাও শোও,

আমাদের প্রেম নেই, ভয় নেই, ব্যথা নেই, দুঃখ কষ্ট নেই,
লিঙ্গ তীব্র রেখেও বুঝতে পারি একদিন, এ-জীবন ছিলো
কি রকম আশ্চর্য্য সরল; ছিলো নাকি ? একদিন প্রেম ছিলো ?
ভালোবাসা ছিলো ? সেরকম নারী ছিলো ?
ভাবতেই চাঁদ ও নক্ষত্র কেউ চুরি করে নিয়ে যায় যেন
আমার চারিদিকে জেগে থাকে মাতৃ গর্ভের মতো মৌলি অন্ধকার-
পৃথিবীতে আর একবার জন্মের জন্য আমি রিক্ত হই।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments