বাংলা কবিতা, মূর্খ বড়ো, সামাজিক নয় কবিতা, কবি শঙ্খ ঘোষ - কবিতা অঞ্চল
কবিতামূর্খ বড়ো, সামাজিক নয়
কবিশঙ্খ ঘোষ
3.6/5 - (15 votes)

ঘরে ফিরে মনে হয় বড়ো বেশি কথা বলা হলো ?
চতুরতা, ক্লান্ত লাগে খুব ?

মনে হয় ফিরে এসে স্নান করে ধূপ জ্বেলে চুপ করে নীলকুঠুরিতে
বসে থাকি ?

মনে হয় পিশাচ পোশাক খুলে পরে নিই
মানব শরীর একাকার ?

দ্রাবিত সময় ঘরে বয়ে আনে জলীয়তা, তার
ভেসে ওঠা ভেলা জুড়ে অনন্তশয়ন লাগে ভালো ?

যদি তাই লাগে তবে ফিরে এসো । চতুরতা, যাও ।
কী-বা আসে যায়

লোকে বলবে মূর্খ বড়ো, লোকে বলবে সামাজিক নয় !

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments