বাংলা কবিতা, বহিরাগত কবিতা, কবি শঙ্খ ঘোষ - কবিতা অঞ্চল
কবিতাবহিরাগত
কবিশঙ্খ ঘোষ
4.7/5 - (3 votes)
আমার কথা কি বলতে চাও না? নিশ্চিত তুমি বহিরাগত। 
উঁচু স্বর তুলে কথা বলে যারা জেনে নাও তারা বহিরাগত।
গাঁয়ে কোণে কোণে গাঁয়ের মানুষ খেতে বা খামারে বহিরাগত।
মরা মানুষের মুখাচ্ছাদন সরিয়ো না, ও তো বহিরাগত।
মাঠে মাঠে ধরে যেটুকু ফসল সেসবও এখন বহিরাগত।
চালার উপরে ঝুঁকে পড়ে চাঁদ বহুদূর থেকে বহিরাগত।
বর্ষাফলকে বিষ মেখে নিয়ে কালো মুখোশের আড়ালে যত
বহিরাগতরা এসে ঠিক ঠিকই বুঝে নেয় কারা বহিরাহত।
Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments