বাংলা কবিতা, মুহূর্ত কবিতা, কবি শঙ্খ ঘোষ - কবিতা অঞ্চল
কবিতামুহূর্ত
কবিশঙ্খ ঘোষ
3.5/5 - (11 votes)

মেঘ ঘোরাফেরা করে চেতনার অগ্নিসন্ধি ঘিরে
মাথা থেকে পা অবধি ধীর হয়ে আছে ঘনজল
হাঁসের ডানার ভারে চোখের পাতায় কোমলাভা
দিকচক্রবাল থেকে ধূসরতা কেন্দ্রে নিয়ে আসে
শিরায় ফোয়ারা হয়ে উঠে আসে বায়বীয় স্রোত
ঈথারে মিলিয়ে দেয় বেঁচে থাকবার আলো, ছটা—
তারপরে নুয়ে পড়ে মাটির উপরে, নুয়ে পড়ে
চিকণ ঘাসের মূলে বহমান চারণের পায়ে
এবং সমস্ত সত্তা ধারণে ধরিত্রী হয়ে ওঠে
—কবিতা মুহূর্ত চায়, শিকড়ে সর্পিল স্বাধীনতা । 

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments