বাংলা কবিতা, আমি স্বেচ্ছাচারী কবিতা, কবি শম্ভু রক্ষিত - কবিতা অঞ্চল
কবিতাআমি স্বেচ্ছাচারী
কবিশম্ভু রক্ষিত, হাংরি প্রজন্ম
বিষয়রাজনৈতিক
সম্পৃক্ততাহাংরি আন্দোলন
4.2/5 - (4 votes)

এইসব নারকেল পাতার চিরুনিরা, পেছন ফিরলে,এরাও ভয় দেখায় ।
কিছুই, এক মিনিট, কিছুই জানি না সাম্যবাদী পার্লামেন্ট জনশ্রুতি সম্পর্কে বা ।
চণ্ডাল কুকুরদের আতীনাদ আমাকে ঘিরে—এবং আমাকে আলবৎ জানাতে হবে, আলবৎ আমাকে
ডুবতে দিতে হবে, যেতে দিতে হবে যেখানে যেতে চাই না , পায়চারি করতে দিতে হবে ।
আমার গলা পরিষ্কার—আমি স্বেচ্ছাচারী—কাঁচের ফেনার মধ্যে চুল—স্পষ্ট করে কথা বলতে দিতে হবে
আর কথাবার্তায় তেমন যদি না জমাতে পারি সেরেফ
পায়চারি করে ঘুরে বেড়াবো—সমস্ত পৃথিবীর মেঘলা আকাশের নীচে দাঁড়িয়ে ।
ক্রোধ ও কান্নার পর স্নান সেরে । ঘামের জল ধুয়ে–শুদ্ধভাবে আমি সেলাম আলয়কুম জানিয়ে
পায়চারি করে ঘুরে বেড়াবো ১ থেকে ২ থেকে ৩,৪,৫ গাছের পাতার মতো । রিরংসায় ।
মাটিতে অব্যর্থ ফাঁদ পেতে রেখে । রাস্তায় । ব্রিজের ফ্ল্যাটে । ট্রেনে,
যে কোনো কিশোরীর দেহে । শেষ রাতে—পৃথিবীর মানচিত্র এঁকে, কেবল স্থলভাগের
হু-হু করে জেট প্লেনে আমি যেতে চাই যেখানে যাবো না, এর ভেতর দিয়ে,
ওর ভেতর দিয়ে–আর । হুম । এক ধরনের ছেনি শাবল আমি চাই–
যা কিছুটা অন্যরকম, রবীন্দ্রনাথ বা জীবনানান্দের নয়–ঠিক
খেলার মাঠে স্টার্টারের পিস্তলের মতো–রেডি–আমি বাঘের মতন লাফিয়ে পড়ব । খবরদার ।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments