বাংলা কবিতা, যেখানে দাঁড়াই, ভুল কবিতা, কবি শক্তি চট্টোপাধ্যায় - কবিতা অঞ্চল
কবিতাযেখানে দাঁড়াই, ভুল
কবিশক্তি চট্টোপাধ্যায়
বিষয়জীবনমুখী
4.5/5 - (8 votes)

যেখানে দাঁড়াই, দেখি, ভুল দাঁড়িয়েছি !
শিশুকাল থেকে এই দাঁড়ানোর জন্যে করে ত্রস্ত হাঁকুপাঁকু
কেমন দাঁড়াতে শেখা ঐ মঞ্চে, ডুবোঘরে, মাঠে–
মানুষের পাশাপাশি, মানুষের দূরত্বে ও কাছে,
কেমন দাঁড়াতে শেখা সরূসৃপ, লতার মতন !
দুঃখ? দুঃখবোধ নিয়ে বিলাস করেন গল্পে রাজা
ধনকুবেরের দুঃখে কাঁদে দেশ, দিল্লির কোকিল–
কাক নয়, পক্ষী নয় আর কাঁদে ব্রাষ্মণ শকুনি ।
যেখানে দাঁড়াই, দেখি, ভুল দাঁড়িয়েছি ।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments