কবিতামাষ্ক পরা ঐ মেয়ে
কবিমোঃ রাশিদুল ইসলাম
বিষয়রূপক
উৎসর্গসাথী
সম্পৃক্ততারূপের মোহনার জন্য
লিখার স্থানসাভার, ঢাকা
লিখার সময়২৯/০৩/২৪
1/5 - (1 vote)

মাস্ক পড়া ঐ মেয়েটিকে,
এতো লাগে কেন ভালো
তার দুচোখে মায়া পুরীর ছায়া আছে,
দূর পাতালের স্বপ্ন আছে,
আছে তারার আলো ।
তার হৃদয়ে আছে
গভীর ভালোবাসা,
একটুখানি পেলে আমি
বাধতাম সুখের বাসা ।
তাকে আদর সোহাগ দিয়ে আমি
পাড়িয়ে দিতাম ঘুম,
তার মিষ্টি ঠোঁটের উপরেতে
খেতাম বহু চুম ।
তার কোন থাকলে জ্বালা
রইত না আর মনে,
আমার ভালোবাসার ছোঁয়া পেলে
বুঝত ক্ষনে ক্ষনে ।
আড়াল হতে দিতাম না আর
লাগিয়ে রাখতাম গায় ,
মিষ্টি মধুর কথা হত
বসে নিরালায় ।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments