বাংলা কবিতা, আমি আছি কবিতা, কবি রাকিবুল হায়দার - কবিতা অঞ্চল
কবিতাআমি আছি
কবিরাকিবুল হায়দার
কাব্যগ্রন্থআবার কোনো সমুদ্রজন্মে দেখা হবে
বিষয়প্রেম
লিখার স্থানহাজীপাড়া, মালিবাগ
লিখার সময়৯ মার্চ, ২০১৬
4.8/5 - (6 votes)
শুনতে কি পাও আমায়?
আমি হৃদয়ের মিছিলে তোমার নামে ধরি ভালোবাসার শ্লোগান।
আমার কাছে ভালোবাসা মানে, একান্ত তুমি,
তুমি মানে, একান্তই আমার কেউ।
যেমন চৈত্রের দুপুরে খুব ক্লান্ত হয়ে গেলে,
শীতল কোমল পানীয়র কাঁচঢাকা বোতলে ঠেকাই ঠোঁট,
তেমন অমাবস্যার ঘুণপোকায় ঢাকা একাকীত্বের রাতে,
তোমার ঠোঁটে ঠোঁট ঠেকিয়ে আমার আর একা থাকা হয়না।
আমি ভালোবাসি, তোমাকে ছুঁতে গিয়ে মেঘ ছুঁয়ে আসি,
হৃদয়ের কাছাকাছি থেকে ছুঁই তোমার হৃদয়।
শুনতে কি পাও আমায়?
আমি হাড়কাঁপানো শীতকে বাড়ি পৌঁছে দিয়ে,
তোমার জন্য এনেছি এই বসন্তবাতাসের সন্ধ্যে।
আমি বাতাসের ছদ্মবেশে উড়িয়েছি তোমার চুল,
উষ্ণতাকে অনুরোধ করেছিলাম তোমার নাকে কিছুক্ষণ থেকে যেতে,
তারপর আমি শিশিরকণার ঘাম হয়ে ছুঁয়েছি তোমার নাকফুল।
আমি ভালোবাসি, তোমার হাসিতে অকারণে হাসি,
তোমার আঙুলের কাছাকাছি থেকে, তোমাকে বারবার ছুঁয়ে আসি।
শুনতে কি পাও আমায়?
আমি আছি!
Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments