বাংলা কবিতা, আর্শিবাদ কবিতা, কবি রফিকুল রাফি - কবিতা অঞ্চল
কবিতাআর্শিবাদ
কবিরফিকুল রাফি
লিখার স্থানধানমন্ডি লেক
লিখার সময়১১ আগষ্ট ২০১৬
Review This Poem

পাগলি তোর প্রেমের মূর্ছনায় বিমহিত ছিলাম, ,
তোর পাগলামিতে অনেক বেশি সরলতা ছিলো ।
তোর চাঞ্চল্যতায় অনেক বেশি ছেলে-মানসী ছিলো,
আর যন্ত্রনা গুলো ছিলো সত্যি অনেক মধুর ।।

ভেতরের মানুষ টা তোর বাইরের মানুষের চেয়ে হাজার গুন ভালো । তোর থেকে দূরে থাকার কারন তোকে ভাল দেকতে চাই । আমি বুঝি ভালবাসার প্রধান কর্তব্য ভালবাসার মানুষ টাকে খুব ভাল রাখা । । তোরে ঠকানো আমার উদেশ্য নয়,বরং হেরেছি আমি শতবারের বিশ্বাস কে উপেক্ষা করে । ।

পাগলি মেয়েদের ভালবাসা খুব গভীর হয়। । তারা
মন থেকে ভালবাসতে জানে কারন তারা কাওরে ঠকাতে পারে না,
ঠকে যায় বারবার একই ভুল করে । ।

পাগলী তোরে মন থেকে দিলাম আর্শিবাদ,
সব শোক কাটিয়ে জীবনকে মাতিয়ে –
খুব ভালোবাসুক এমন একজন তোর হোক!
একজীবনে একটাই আর্শিবাদ রোক!!

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments