কবিতাবিষয়কাব্যগ্রন্থ
জীবন রাখি কবিতায়
Added by: সিন্টু দাস কল্যাণ
ছাইতলার তত্ত্ব
Added by: সিন্টু দাস কল্যাণ
হৃদয়ের খুব কাছে
Added by: সিন্টু দাস কল্যাণ
মায়াবিদ্যা
Added by: সিন্টু দাস কল্যাণ
মনুষ্যত্ব
Added by: সিন্টু দাস কল্যাণ
কোথায় যাচ্ছো?
Added by: সিন্টু দাস কল্যাণ
শারীরিক শিল্পকলা
Added by: সিন্টু দাস কল্যাণ

বাতাসের কাছে শিখি চিরদিন নিঃশ্বাস ধরে রাখার যৌবন।
…এবং মৃত্যুকে বলি বাহ্ এতো সহজে মুছে দিবে, জীবন?
প্রতি সেকেন্ডে আমি সচেতনভাবেই জীবনকে ধরতে চাই,
হাতে, ঠোঁটে রেখে চুমো খেতে চাই— হৃদয়,
জীবনকে অনুবাদ করি, কবিতায়।সম্পূর্ণ

চালকুমড়া, পুঁইশাক আকাশের মতো ছড়িয়ে যাচ্ছে—
আগুনের ছাইতলায় দিন দিন বড় হচ্ছে, গাছআলু
বছর পর ছাই সরাতে দেখা যাচ্ছে একমাসের সব্জি;
ছাইতলার পাশে বড় বড় পাতায় কাঠকচু!

মা, তুমি কি ছাই হয়ে জেনেছ ছাইতলার তত্ত্ব? সম্পূর্ণ

হৃদয়ের খুব কাছে গিয়ে পেয়েছি এক স্বাদ,
হৃদয় এক বিরাট বিস্ময়, অগাধ আস্বাদ!
কোনোদিন কি গিয়েছ হৃদয়ের খুব কাছে?
মুক্তির নক্ষত্র ঝুলে হৃদয়ের একদম পাশে—
ভালোবাসার চেয়ে নেই কোন শ্রেষ্ঠ কবিতা,
পঙক্তিমালায় ব’লে গ্যাছে না দ্যাখা সবিতা—
হৃদয়ের খুব কাছের একমুঠ পরম ভালোবাসা,
সবকিছুর উর্ধ্বে এখনো এই এক নতূন আশা।সম্পূর্ণ

মরমিয়া, তুমি যে পৃথিবীর চেয়ে অনেক বড়,
এই নিয়ে অনেকের ঢের সন্দেহ আমি জানি—
কখনো কি শুনেনি, বিরান বিরহের জবানি?
আত্মহত্যা কিংবা একা সন্ন্যাস জীবন কাহিনী!
সম্পূর্ণ

মিথ্যা প্রবৃদ্ধির হার যদিও অনেক অনেক বেশি তবুও একটি সত্য পৃথিবীর লোমকূপে প্রবাহিত বাতাসের মতো হৃদয় ছুঁয়ে যায়, তবে সেই সত্য এখনো হয়নি প্রতিষ্ঠিত, এখনো পৃথিবীর এপাশ থেকে ওপাশ এই সত্য বিদ্যুতের মতো ছুটে, এই সত্য একদিন মানুষকে মানুষের বুকে ভিড়াবে — মনুষ্যত্ব! সম্পূর্ণ

তোমার স্তনগুলো রাস্তায় আমাকে অশ্লীল মানুষ চিনিয়েছে,
স্তনগুলোও না একটা চমক!— হরিণীর মতো তাকিয়ে থাকে,
অশ্লীলদের ঠিক মস্তক বরাবর!
আচ্ছা, প্রাণীগুলো কি কর্ডাটা পর্বের ম্যামালিয়া শ্রেণীর? সম্পূর্ণ