এক মুঠো ভাত
হে মোর সোনার দেশ, ক্ষুধিত স্বাধীনতার তরে লক্ষ ফুল গিয়েছে ঝরে এ সুখের দীপ রাখতেসম্পূর্ণ
হে মোর সোনার দেশ, ক্ষুধিত স্বাধীনতার তরে লক্ষ ফুল গিয়েছে ঝরে এ সুখের দীপ রাখতেসম্পূর্ণ
জীবনের সবুজ অলিন্দ
নয় শুধু ঘাসফুলের পালকে ঢাকা
আঁকাবাঁকা সরনীর ফাঁকে
ছড়িয়ে আছে গোলাপফুলের কাঁটাসম্পূর্ণ
নতুন প্রভাত
হে পৃথিবী
তোমার কঠিন কোমল কোলে,
একটি বছর চলে গেল,
কত ছবি হল সাদাকালো!
কত সহস্র অনুপলে গড়া,
কান্না হাসির গৌরবে ভরা,
প্রহরগুলো হল বিলীন।
তবুও মোর জনম জনমের ঋণ,
গাঁথা আছে তোমার অলিন্দে।সম্পূর্ণ
শরতের কাশঝরা বিদায়ের ক্ষণে, আনন্দ প্রদীপ বুঝি নিভে যায়; ঝরা পল্লবের বিষাদ আননে রিক্ততা ছুঁয়েসম্পূর্ণ