নতুন প্রভাত

হে পৃথিবী
তোমার কঠিন কোমল কোলে,
একটি বছর চলে গেল,
কত ছবি হল সাদাকালো!
কত সহস্র অনুপলে গড়া,
কান্না হাসির গৌরবে ভরা,
প্রহরগুলো হল বিলীন।
তবুও মোর জনম জনমের ঋণ,
গাঁথা আছে তোমার অলিন্দে।সম্পূর্ণ