শীতে এ সমুদ্রে
হারিয়ে যাওয়া দুঃখ ফিয়ে আসে আবার।
শীতে এ সমুদ্রে বয়ে চলে মৃদু ঢেউ।
সৈকতে আমি খুঁজেফিরি সুখ রতন।
একাকীত্বের চাপে পৃষ্ঠ এ জীবনযন্ত্র।সম্পূর্ণ
হারিয়ে যাওয়া দুঃখ ফিয়ে আসে আবার।
শীতে এ সমুদ্রে বয়ে চলে মৃদু ঢেউ।
সৈকতে আমি খুঁজেফিরি সুখ রতন।
একাকীত্বের চাপে পৃষ্ঠ এ জীবনযন্ত্র।সম্পূর্ণ
কতকালের বন্ধুত্বযে আমার সাগর-পাহাড়ের সাথে,
একটু এগিয়ে যেতেই তারা আমায় আলিঙ্গন করে নেয়।
পরম আদরে, অতৃপ্ত মায়ায়৷ সম্পূর্ণ
এসব বলে আর কি লাভ ?
আমি না হয় রাতজাগা কোন পাখি হয়ে –
ঠিকানাহীন ছুটে বেড়াবো ক্লান্তিহীন অবিরাম।
নিঃস্ব বৃক্ষের এ শাখা থেকে ও শাখায়…
একটু প্রশান্তির আশায়। সম্পূর্ণ
দিগ্বিদিক ছুটে চলা ব্যস্ত সময়ে!
অসহায় দেহ, অসহায় মন।
রুক্ষ চারপাশ, রুগ্ন বিকেল
ছুটে চলা বেঁচে থাকার যুদ্ধে।
কেন সবাই এরকম ?সম্পূর্ণ
কখনো বৃষ্টি ভেজা রাতে … এই দেশের জোনাকি গুলো আলসেমিতে ভোগেআর তোমার জোনাকি তোমাকেই আলোসম্পূর্ণ
আমার অলিখিত কবিতা গুলোর সংক্রমণে…পচন ধরছে মস্তিষ্কের ভেতরে ।সে পচন রোধে শিরায় শিরায় প্রবেশ করিয়েছিসম্পূর্ণ
আমার মস্তিষ্কের প্রতিটি নিউরোন আজ আন্দোলিত,কিন্ত পেশীর ভাজে ক্লান্তির জড়তা।লাশকাটা ঘরের নিষ্ঠুরতা আমার কাছে প্রিয়।নিথরসম্পূর্ণ
তোমার জন্যে অভ্যুত্থান ঘটাতে চেয়েছিলাম,ভ্রান্ত সেনার মত করেছি শুধুই দৌড় ঝাঁপ।বাস্তবতার আক্রমণে করছি আত্মসমর্পণ,মনের কোর্টমার্শালেসম্পূর্ণ