কবিতাবিষয়কাব্যগ্রন্থ
এখানে আমার কেউ নেই
Added by: মালিক ফাহাদ
মুখোশ নয়তো খোলস
Added by: মালিক ফাহাদ
তালাশ
Added by: মালিক ফাহাদ
আমার চোখ বুজা হয়ে গেলে
Added by: মালিক ফাহাদ

একটি কুকুর আমাকে সঙ্গ দেবার
চেষ্টা করছে বহুক্ষণ
আমি তার সঙ্গ চাইনা
কিন্তু তাড়িয়েও দিচ্ছি না
ভাবছি, নেড়িকুত্তাও মানুষ বুঝে
বুঝে না শুধু মানুষ, মানুষকে!
অমাবস্যার রাত-
জ্যোৎস্না খোঁজা অবান্তর
নক্ষত্ররাও মরেছে মেঘের ওপারে!সম্পূর্ণ

কবি’র ভালোবাসা নিঃস্বার্থ নয় মানি
তবে অগ্রাহ্য ও নয়
তোমরা কবিকে ভালোবেসে সুখ দিতে পারো
কিন্ত কৃপা করে গ্রহণ করতে না পারার কৃপনতায়
কবিকে চিরদুঃখী করে তুলো, মেনে নাও__সম্পূর্ণ

আমি এমন একজনকে খুঁজছি যে বুঝে না কোনো
নীতি, তন্ত্র-মন্ত্র কিছুই বুঝে না, বুঝে শুধু ক্ষুধা
সে এসে নিশ্চিত করবে ক্ষুধার অন্নের সমধিকার
ভাত, মাছ ও মাংসের সমধিকার___

আমি জীবনেরই পায়ের তলায় মাথা টুকে চেয়েছি একটি জীবন
একটি মনুষ্যজীবন, সুখী-স্বাচ্ছন্দ্য, মানবিক জীবন!
সম্পূর্ণ

আমি চোখ বুজলেই,
পরের বছর শুমারীতে জনসংখ্যা বেড়ে যাবে
এক কোটি!
অক্সিজেনের আধিক্য নয়, পড়ে যাবে সংকট!
মৃত শহরের অলিগলিতে নিরুদ্দেশ হেঁটে যাবে
শত-সহস্র পরাজিত আত্মার দেহাবশেষ!
পাকিস্তানের কোন এক স্কুলে একটা নক্ষত্র
ঝরে পড়তে দেখবে অন্য কেউ!সম্পূর্ণ