কবিতাবিষয়কাব্যগ্রন্থ
গোলাপের হারানো পৃথিবীজীবনমুখী রূপক
Added by: Debashis Chowdhury
সন্ধ্যার ফুলজীবনমুখী প্রতিবাদ
Added by: Debashis Chowdhury
ওই মৃতদের চাই না মৃত থাকআশা জীবনমুখী
Added by: Debashis Chowdhury
ধিক্কারজীবনমুখী প্রতিবাদ
Added by: Debashis Chowdhury
ক্ষতির ক্ষতে দেবো না গোলাপজীবনমুখী প্রতিবাদ
Added by: Debashis Chowdhury
অমলবাবুর মুখোশপ্রতিবাদ রূপক
Added by: Debashis Chowdhury
শীতল রাতের উষ্ণতায়আশা জীবনমুখী
Added by: Debashis Chowdhury
শোষিত শ্রমিক,শোষিত কোকিলআশা জীবনমুখী
Added by: Debashis Chowdhury

সন্ধ্যার ফুলেদের বলেছি সন্ধ্যাতেই ফুটতে,না ফুটতে গভীর রাতে–
বলেছি তাদের গভীর রাত নামার আগেই বৃন্ত হতে ঝরে যেতে।
গভীর রাতে হায়না বেরোয়,গভীর রাতে নিশাচর পাখিদের উৎপাত;
সন্ধ্যার ফুল তুমি,পারবে না সহিতে তাদের দেওয়া সব নির্মম আঘাত। সম্পূর্ণ

সেখানেই ভালোবাসা ফিরে পাক তার হারানো চেতনা সব
বহুদিন বিপ্লব না দেখা একটা পৃথিবী ফের একবার দেখুক বিপ্লব।
যেন না আর ফিরে আসে ঘরে,পৃথিবীকে শতভাবে শতভাগে
ভাগ-করা হিংসাগুলো ফের–আমরা ইচ্ছে করেই কেটে ফেলি
আমাদের আকাশে ওড়া ইচ্ছে-ডানাদের।সম্পূর্ণ

অথচ এই শহরটাই দাঙ্গা ছড়ানোর আগে ছিল এত মানবিক
পথ খুঁজে নিতজার তার মুখে পথ হারানো পথক্লান্ত পথিক
দু-দন্ড আশ্রয় পেত,পেত জল,ক্ষুধার খাবার যার তার কাছে
আজ দাঙ্গাতে সবাই সবার থেকে এক আলোকবর্ষ দূরে সরেছে সম্পূর্ণ

শ্রমিক,ক্ষতির ক্ষতে গোলাপ দেবো না,
কেননা যুগ যুগ গোলাপ শুধু প্রলাপই বকেছে।
শ্রমিক,গোলাপ বহু রক্ত,বহু অস্ত্র থামিয়ে দিয়ে
একটা অভুক্ত অশক্ত অর্ধেক পৃথিবী গড়েছে।। সম্পূর্ণ

আমরা না কারোর আপন,না কারোর পর—
শুধু আমরা যারা মানুষেরা তারা
বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে বিভিন্ন রঙে
বিভিন্ন ঢঙে বিভিন্ন রকম স্বার্থপর।সম্পূর্ণ

কোকিল কি জানে, কোকিল কি বোঝে, যে কোকিলের গানে
রাখবো বিশ্বাস। সে গাইছে আপনার গান অবুঝ আপনমনে।
তোমার আমার পৃথিবীর বীভৎস চেহারা চিনে না সে আজও।
এসো,চাই, নিজের গানে যেভাবে মেতে আছে, আজীবন যেন
ওইভাবে মেতে থাকে ও।সম্পূর্ণ

তবু সেই মায়াবী রাতটাই চাই–যে রাতে যে কোনো সঙ্গীতে
পথহারা পেতে পারে হারানো পথ,রাতের যে কোনো কবিতাতে
আঁধারে ধার দিতে পারে কবি আলোর আকাশ তার, ক্ষুধার
ইতিহাস ক্ষুধাকে জয় করে উর্দ্ধে উঠুক যে কোনো বশ্যতারসম্পূর্ণ