ভালবাসা আর সম্পর্কের কাছে যখন মানুষ হেরে যায়, তখন লজ্জার ভূমিকা সেখানে নিস্ক্রিয়,
আমিও তোদের কাছে হেরে যাওয়া সৈনিকের মত;
তাই আমি এখন আর লজ্জাবোধ করিনা।

সম্পূর্ণ

স্বপ্ন সবাই দেখে
কেউ আকাশের দিকে তাকিয়ে স্বপ্ন দেখে
আবার কেউ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে।
সবার সব স্বপ্ন আর বাস্তবায়িত হয়না!
তবে যার স্বপ্নটটা সফল হয় সে জানে,
তার জীবনে কত প্রতিকূলতা অতিক্রম করতে হয়েছে ! সম্পূর্ণ

একুশ মানে বাংলা ভাষা মাতৃ ভাষার প্রাণ
একুশ মানে তুমার আমার ভাব প্রকাশের গান।
এই একুশের শহীদ ভাইদের জানাই শত প্রণাম
তুমাদের ভাই ভুলবনা কভু এই জানিয়ে দিলাম।
তুমরা থাকবে চিরজীবন হৃদয়প্রান্তরে
রাখব বানিয়ে তুমাদের কুটির আমাদের অন্তরে।
বাংলা মোদের মাতৃভাষা সবাই জেনে রাখো
আমরা আমাদের মা জননীকে কবু ভুলবনাকো–।

সম্পূর্ণ