গোলাপের সারি
শুধু নামেই গোলাপের সারি
একটামাত্র ফুল ফোটে কখনও
সারি সারি গাছে,
গোলাপের দিন নয় তাও…
সত্যিকারের বাগানে এখনও
জেগে থাকে –
একটা গোলাপের সারি।সম্পূর্ণ
শুধু নামেই গোলাপের সারি
একটামাত্র ফুল ফোটে কখনও
সারি সারি গাছে,
গোলাপের দিন নয় তাও…
সত্যিকারের বাগানে এখনও
জেগে থাকে –
একটা গোলাপের সারি।সম্পূর্ণ
সাদা আকাশ,
দিগন্তে বিলীন হলে
টিন ইটের বাসা অবাক হয়ে
দাঁড়িয়ে রইল চালের ছায়ায়।সম্পূর্ণ
চরিত্র গঠন কমিটি?
চেনাজানা কোনো পরিচয়
নাই
নাই কোনো কাগজপাতির
ঘনঘটা
জীবন ফুরোয় জীবনের নিয়মে,
মানুষ বদলায় না।সম্পূর্ণ
থিওরি অব রিলেটিভিটি,
থিওরি অব লাইফ,
সবাই গুরুত্ব দেখায় শুধু,
আমি থাকি অবহেলায়।সম্পূর্ণ
কবিতা লেখা নিয়ে, যদি কিছু বলতে হয়, ‘ভাষাগত দক্ষতা অর্জন’, ব্যতিত এ কিছু নয়।সম্পূর্ণ
কিন্তু যদি এটা ধ্বংস হত দ্বিতীয়বারের মত,
আমি মনে করি, আমি জানি যথেষ্ট ঘৃণায়সম্পূর্ণ