কবিতাবিষয়কাব্যগ্রন্থ
অনন্তের বসন্ত এসেছিলোঅন্যান্য
Added by: আবতাহী তন্ময় চৌধুরী

অমন দিনে,
রাস্তায় জল আটকে যায়,ভেসে যায় ব্যাঙের ঘরদোর।
মিছিল আসে, রাতদুপুরে খুব সতর্কতায় ছেলেগুলো এঁকে চলে যায় নিজেদের নাড়িভুড়ি।
কেউ বলে ‘বিপক্ষের রাজনীতি’, কেউ জানায় ছেলেগুলো আত্মঘাতী।
অথচ ছেলেগুলো নিজের আম্বিলিক্যাল কর্ড হাতে নিয়ে দৌড়াতে থাকে মোড় থেকে মোড়ে, চায়ের দোকানে।
মাতৃজঠর খুঁজে ফের জোড়া লাগিয়ে দেবে, ভেতরে শুয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলবে বলে।সম্পূর্ণ