বাংলা কবিতা, গৃহহারা কবিতা, কবি নির্মলেন্দু গুণ - কবিতা অঞ্চল
কবিতাগৃহহারা
কবিনির্মলেন্দু গুণ
কাব্যগ্রন্থঅচল পদাবলী
লিখার স্থানঢাকা
5/5 - (1 vote)

সাতলক্ষ বছরের পথ পার হয়ে এসেছে ফুলের ঘ্রাণ
এতো টান ফুলে ও মানুষে কেউ দেখেছে কোনদিন?
তোমার পাঠানো ঘ্রাণে পূর্ণ আজ বসুন্ধরা স্পর্ধা আজ গগন উড্ডীন।
এতো প্রেম ফুলে ও মানুষে,এতদিন কোথায় লুকিয়ে ছিলো ভাবি।
অযুত-নিযুত বর্ষ পরিক্রমা শেষে অঙ্গণে লেগেছে আজ স্বর্ণরথখানি
তার এতো দাবী
কে পারে মেটাতে  ফুল ছাড়া।
সাতলক্ষ বছর পার হয়ে এসেছে আমার গৃহে, গৃহহারা।    

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments