বাংলা কবিতা, সময় কবিতা, কবি নাজমুল হোসেন নয়ন - কবিতা অঞ্চল
কবিতাসময়
কবিনাজমুল হোসেন নয়ন
বিষয়সমসাময়িক
উৎসর্গইবনে শামস
লিখার স্থানচট্টগ্রাম
লিখার সময়১৭ জ্যৈষ্ঠ ১৪২৬
4.3/5 - (3 votes)

রোহিঙ্গার মুখে আঁকা পৃথিবীর মানচিত্র
টরেন্টোর বেগম পড়ার,
বড় বেগমের ছেলে
মদে ঠাণ্ডা মিসিয়ে কয় –
“এলকোহল ইজ গুড ফর হেল্থ “।

পাঠ্যবইয়ে আমার কবিতা পড়ায়
বলে গ্লাসে মদ ঢেলে নেয় সরকার পক্ষী কবি,
আবৃতি আর ধোয়া গিলে খায়
জানালার বিপরীতের রোদ।

পৃথিবী কেমন আছে কবি???

” আমার দাদীর মুখে সব লেখা আছে “
চিরকুট লিখে কবির আত্মহনন।

দেবালয়ের ইচ্ছামৃত্যু উৎসবে
হাজির দৈবনির্ভর মানব শিশু।
পৃথিবীকে দুই বার পেঁচিয়ে
বাকি বিতৃষ্ণার ফিতায় চরে
যমদূতের ভোজন সভায় কৌতুক পরিবেশন।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments