বাংলা কবিতা, এ শহরে কবিতা, কবি নাঈম আহমেদ - কবিতা অঞ্চল
5/5 - (1 vote)

এ রাতের স্তব্ধ শহর এর নিয়ন লাইট গুলো..
আমাকে আপন করে নেয়।
জন্মের পর কেটে গেলো শত ফাল্গুন আর বসন্ত
আমি কাটিয়ে দিয়েছি শত রাত নির্ঘুম এ শহরে
তোমার অপেক্ষায়।
তোমার হাতের পরশে শান্ত মস্তিস্কে,
একটু ঘুমবো বলে আমার অপেক্ষা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments