এ রাতের স্তব্ধ শহর এর নিয়ন লাইট গুলো..
আমাকে আপন করে নেয়।
জন্মের পর কেটে গেলো শত ফাল্গুন আর বসন্ত
আমি কাটিয়ে দিয়েছি শত রাত নির্ঘুম এ শহরে
তোমার অপেক্ষায়।
তোমার হাতের পরশে শান্ত মস্তিস্কে,
একটু ঘুমবো বলে আমার অপেক্ষা।
2020-07-06
এ রাতের স্তব্ধ শহর এর নিয়ন লাইট গুলো..
আমাকে আপন করে নেয়।
জন্মের পর কেটে গেলো শত ফাল্গুন আর বসন্ত
আমি কাটিয়ে দিয়েছি শত রাত নির্ঘুম এ শহরে
তোমার অপেক্ষায়।
তোমার হাতের পরশে শান্ত মস্তিস্কে,
একটু ঘুমবো বলে আমার অপেক্ষা।