বাংলা কবিতা, এই সৈকতে কবিতা, কবি নাঈম আহমেদ - কবিতা অঞ্চল
Review This Poem

শান্ত ঢেউ গুলো আলতো স্পর্শ করে সৈকতকে,
তাই তো এ ঢেউ এর সাথে আজ আমার সন্ধি।
তোমাকে আলতো স্পর্শ করে মিলিয়ে যাব বলে,
কাটিয়ে দিয়েছি হাজার বিকেল এই সৈকতে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments