শীত আসবে আসবে করে চলে এলো..
এদিকে সৈকত আর পাহাড় আমায় ডেকে চলে।
আর আমি ব্যস্ততার মাঝে নাক ডুবিয়ে রাখি,
একটু অবসরের আশায় বুক বাঁধি।
কতকালের বন্ধুত্বযে আমার সাগর-পাহাড়ের সাথে,
একটু এগিয়ে যেতেই তারা আমায় আলিঙ্গন করে নেয়।
পরম আদরে, অতৃপ্ত মায়ায়৷
পেছনে ফেলে আসা শত দিনের গ্লানি মুছে দেয়,
ঢেউয়ের প্রতিটি তরঙ্গে, পাহাড়ি দমকা হাওয়ার।
কিংবা কফির চুমুকে চুমুকে জোয়ার/ভাটার গল্প শুনি,
সাগর আমায় এসে বলে যায় গত সময়ের সালতামামি।
শেষে আমি ফিরি আবারও বাস্তবতার বেড়াজালে…