হয়তো যদি কোন এক বৈশাখে ফিরে আসি-
মলিন মুখোশ ছুড়ে ফেলে, উল্লাসে।
খোপায় বেলি ফুলের মালায় –
লাল-সাদা শাড়িতে সেজে এসো তুমি।
আমি ঘামে ভেজা পাঞ্জাবীতে –
৩ টি গোলাপ দেবো বলে করবো অপেক্ষা।
হারিয়ে যাওয়া সহস্র দিনের হালখাতা –
তোমার হাতে বুঝিয়ে দেব সেদিন।
2020-04-14