কবিতাইতরের দেশে
কবিনবারুণ ভট্টাচার্য
4.5/5 - (2 votes)

আমি একটি ইতরের দেশে থাকি
এখানে বণিকেরা লেখকদের উদ্ভাবন করে
এবং লেখকেরা উদ্ভাবিত হয়।
আমি একটি ইতরের দেশে থাকি
যে দেশের বুদ্ধিজীবি অধ্যুষিত সরকার
শীতের ইথারের মধ্যে
গরীব মানুষদের ঘর ভেঙ্গে দেয় –
আমি একটি ইতরের দেশে থাকি
যেখানে অবশ অক্ষরমালা চিবুতে চিবুতে
কবিরা গরু হয়ে যায়-
উল্টোটাও যে হয় না এমনও বলা যায় না।
আমার ভাগ্য আমি নিজেই ভেঙ্গেছি
তাই বাতিল স্টিমরোলারের
কাছে বসে থাকি
বসে থাকি আর
রাস্তা বানাবার গল্প শুনি।

Share
guest
2 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Adnan Ahmmed
Adnan Ahmmed
11 months ago

আচ্ছা, এই কবিতাটির ভাবগত ব্যাখ্যা কি?

Sakrajit jana
Sakrajit jana
1 year ago

আরও আরও এরকম লেখা দরকার। তথাকথিত বুদ্ধিজীবী দের /আম জনতার ঘুম ছোটানোর জন্য