কবিতাআমার খবর
কবিনবারুণ ভট্টাচার্য
4/5 - (4 votes)

আমি সেই মানুষ যার কাঁধের ওপর সূর্য ডুবে যাবে। বুকের বোতামগুলো নেই বহুরাত কলারটা তোলা ধুলো ফ্যা ফ্যা আস্তিন হাওয়াতে চুল উড়িয়ে পকেট থেকে আধখানা সিগারেট বার করে বলব দাদা একটু ম্যাচিসটা দেবেন? লোকটা যদি বেশি ভদ্র হয় সিগারেট হাতে রেখে এগিয়ে দেবে দেশলাই আর আমি তার হাতঘড়িটার দিকে তাকাব, চোখে জ্বলে উঠবে রেডিয়াম ম্যায়নে তুঝসে মহববত করকে সনম—লেন দেন

খবরের কাগজ নয় পুলিশের খাতায় আমার দুটো ছবি থাকবে—একটা হাসিমুখ, একটা সাইড ফেস তার নিচে লেখা ম্যাচ কেস পেট ভরে পেট্রোল খেয়ে হল্লা গাড়ি ছুটবে আমার খোঁজে হেঁটমুণ্ডু শহর আমাকে খুঁজবে আমি সেই মানুষ বুকের বোতামগুলো নেই বহু রাত যার কাঁধের ওপর সূর্য ডুবে যাবে।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments