কবিতাবন্ধু দেখা হবে
কবিমোশাররফ শরিফ
বিষয়জীবনমুখী
4/5 - (1 vote)

বন্ধু দেখা হবে-কবিতায়,
কথা হবে-শুভ কামনায়,
যন্ত্রনার যাতাকলে পিষ্ট,নিঃস্ব
আকাঙ্ক্ষার আকাশ ভরা চোরাবালি
অহোরাত অনিদ্রার সুবহে সাদিক
উৎকৃষ্ট মানব মানবী সুর্যোদয়ে সুর্যস্নানে
ধুয়ে মুছে সব অজ্ঞতার অন্ধকার,
পাপ-শাপ অগোচরে অফলা সম্ভোগ।
পৃথিবীর কান্নাহাসি, পুত পান্ডুলিপি
রয়ে যায় দীর্ঘকাল মৃত্যুর ওপার।

বন্ধু দেখা হবে- কথা হবে শব্দহীন,
নিকষপাথরে ঘষা সত্য-সুখ মোড়া
অলিন্দ নিলয় জুড়ে জীবনের খেয়া
সারি সারি পদচিহ্ন তাথৈ তাথৈ নাচে।
পিচ্ছিল পাথরে অবশ পদযুগল
বিপদ সংকুল, প্রেমের শুকানো সুখ
বৃষ্টির বন্যার জলে ফুলে ফুলে সাজে
বাড়ির উঠোন জুড়ে একরাশ রোদ
ছাদছুঁয়ে মেঘের আড়ালে বাঁকা চাঁদ
এসো হোক সংসার-সংস্কৃতি-সহবাস।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments