বাংলা কবিতা, পেন্সিল-একটি অস্ত্র কবিতা, কবি এম.এইচ. মজুমদার - কবিতা অঞ্চল
কবিতাপেন্সিল-একটি অস্ত্র
কবিএম. এইচ. মজুমদার
কাব্যগ্রন্থকবিতা অঞ্চল - ১
লিখার স্থানক্যান্টনমেন্ট,কুমিল্লা
লিখার সময়৩ আগষ্ট,২০২০
4.3/5 - (3 votes)

পেন্সিলের সূঁচালো অগ্রভাগ দিয়ে
খুঁচিয়ে খুঁচিয়ে মেরে ফেলা হয়েছে
পাপবোধের হতাশায় জর্জরিত এক কলুষিত সত্তাকে।

আঘাতে আঘাতে ছিন্নভিন্ন-ক্ষতবিক্ষত হয়েছে
পাপবোধের ঐ সুশীলতার দেহ।
যে দেহের অভ্যন্তরে বাস করে
এক ভয়াল কালো মানুষ।
দেখতে অবিকল মানুষর মত হলেও
ভিতরে বুদ্ধ অমানুষের বাস।
মাঝে মাঝে ফুঁস করে জেগে উঠে
ঐ অমানুষের ঘুমন্ত মগজ
আর পরিকল্পনা করে আবারো
কোনো পাপবোধ
কিংবা হতাশার নীলনকশা!

মুক্তি দিতে এই পাপবোধের হতাশা
পেন্সিলের সূঁচালো অগ্রভাগ দিয়ে
খুঁচিয়ে খুঁচিয়ে মেরে ফেলা হয়েছে
নির্মমভাবে ঐ সত্তাকে
সত্যের সাদা হাত দ্বারা!

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments