কবিতাবিদায় দিতে চাইনা
কবিমাঈদা মুসকান
বিষয়আশা, প্রেম, বিরহ
উৎসর্গযাকে বিদায় দিতে চাইনা
লিখার স্থানউত্তরা,ঢাকা
লিখার সময়২৯ ফেব্রুয়ারি ২০২৪, রাত ১২.০১
Review This Poem

এইযে চশমার আড়ালে আপনার মায়াভরা চোখ
প্রাণভরে দেখা বন্ধ করতে চাইনা।
বন্ধ করে দিলেই যে অগোচরা হোন
তা আমি চাইনা।

এইযে আপনার একজোড় ঠোঁট
ঠোঁটের ওপর আমার লিপস্টিকের দাগ,
মুছে দিতে চাইনা।
মুছে দিলেই যে আমি অচেনা
আমায় আর ঠোঁটে রাখেন না।

এইযে শক্ত করে ধরে রাখা আপনার হাত,
ছেড়ে দিতে চাইনা।
ছেড়ে দিলেই যে চলে যান,
আর ধরতে পাইনা।

এইযে দুমাসে একবার আসেন
কিংবা কখনো না
এইসব আমি চাইনা।
না চাইলেও আপনার আসা হয়না।

এইযে হঠাৎ ভালোবাসেন
আবার বাসেন না
এটাও আমি চাইনা।
ঠিকমতো আপনার ভালোবাসাটুকু ও পাইনা।

এইযে হঠাৎ চলে আসেন
আবার চলে যান
বিদায় দিতে চাইনা।
বিদায় দিলেই যে হারিয়ে যান আমার থেকে,
আর ফিরে আসেন না।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments