আওরাত, মদ, মাতাল। ক্যামেরা ফ্ল্যাশ রেডি।
সেখানে লাইভ হয়। আমরা চোখ ভাড়া করে রাখি।
আর স্মৃতিভ্রুক্ষেপহীন বালকের মতো
দূরে চলে যাচ্ছে করোনা, অক্সিজেন সংকট, মৃত্যু,
লঞ্চে গরুর পালের মতো মানুষ,
রাস্তায় হেঁটে হেঁটে সহস্র দূরের পথ পেরুনোর বাহবা গিনেস বুক।
ব্যাংক, শেয়ার বাজার, মানি লন্ডারিং, বালিশ আর নারিকেল গাছ। অসহ্য হয়ে দাঁড়িয়ে আছে ভূমিহীন ঘর। আপাতত ভুলে যাই।
চলো এবার নতুন অভিযান উত্তরা, গুলশান, বারিধারা,
আওরাত, মদ, মাতাল।
2021-11-02