বাংলা কবিতা, আরেকটা জীবন কেটে যাক প্রেমহীন জলে কবিতা, কবি কৌশিক মজুমদার শুভ - কবিতা অঞ্চল
3/5 - (1 vote)

আবার এসে গেছে প্রেম-
আরো কয়েকটা রাত কেটে যাবে নির্ঘুম ;
রাস্তা আর ফুটপাত জুড়ে- নিরিবিলি গাছটার সাথে।
বারান্দা -ছাদে ধুলোমাখা জুতোর ছাপ; এবার দিন কাটবে চিলেকোঠায়,সিঁড়িঘরে-
টিকটিকি,তেলাপোকার সঙ্গম দেখে,
অংকের খাতাগুলো ভরে যাবে- অর্থহীন কাটা-কুটি।
হাতে হাতে শক্তি -জীবন-হিকমত-রুদ্র;
ওলটপালট জীবন;
কেটে যাবে মোজার্টের অপেরায়,
ছাদে দাঁড়িয়ে- রাস্তায় মাথা গুনে ।
আসছে শ্রাবণ-আরো কয়েকটা দিন চলে যাবে প্রেমহীন বর্ষায়- ছাতাহীন ভিজে ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments