কবিতাবাবা বরঙ কবি হলেই পারতেন
কবিকান্ত রায়
কাব্যগ্রন্থকবিতা অঞ্চল - ১
Review This Poem

আমি ঠিক বাবার মতোন কোরে— লিখতে পারিনা!
বাবা জানেন—সংসারের মারপ্যাচ না বোঝে উঠতে পারলে,কবি হওয়া যায়না।

তনাই মজিয়ে পয়সা আনতে গিয়ে;কখনো-বা তিনি হয়ে উঠেছেন,পরিবারের একনিষ্ঠ কেন্দ্রীয় ব্যাংক!
আমি সন্দিগ্ধভাবে সতর্ক হয়ে ভাবি—
ব্যবসাদার না হয়ে;বাবা বরঙ কবি হলেই পারতেন!

দিনের মধ্যভাগে খেতে বসে— বাবার গলায় পীড়ন আটকে বিষম লাগে।
দিল্লির দূষণের মতোন—
পরিবার দূষণের কথা ভেবে— বাড়ে স্নায়বিক রোগ!
বাবার মাথা ঘোরায়!
লাউয়ের ডগার মতো লকলক কোরে কাঁপে বাবা!
আমার আর ভালো লাগেনা।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments