বাংলা কবিতা, শ্যাষ দেখা কবিতা, কবি কান্ত রায় - কবিতা অঞ্চল
কবিতাশ্যাষ দেখা
কবিকান্ত রায়
উৎসর্গদেবীকে
লিখার স্থানসুনামগঞ্জ,সিলেট,বাংলাদেশ
লিখার সময়১৫ আগষ্ট,২০২০,রাত
4.5/5 - (2 votes)

মধুমাস পেরিয়ে,ক্লেশে ভারাতুর হয়ে—
তোমার সাথে শ্যাষ দেখা!
তোমার উদ্যত পা,আমার উরুতে রেখে—যে পায়েল পড়িয়েছিলাম;আজ তা নেই।

ধর্ষণের পর-তরুণীকে যেভাবে ছুঁড়ে ফেলা হয়!
ওভাবে হয়তো পায়েলকে ঘিরে নানা শোরগোল,
এ নিয়ে কেউ অভিযোগ দাখিল করেনি;
নেই কোনো জোরালো প্রমাণ।

ঘুম ভাঙ্গলে—
মানুষ যেমনি স্বপ্ন ভুলে,
তেমনি তুমিও ভুলেছো-
আমার সংকলন;
তবে কি জানো এ বুকে অবসাদ কতোটা মাথাচাড়া দিয়ে উঠে? তার আদিষ্ট কোনো জরিপ নেই!

কিন্তু তোমাকে মানতেই হবে—খুব কাছ থেকে সেদিন নিজেকে খুন হতে দেখছিলাম!
খানিকটা দ্বিধার আবজালে— পুড়িয়ে মারছিলে তুমি।
ওহে;শকুন্তলার সখী~

যে সন্ধ্যায়,তোমার সাথে সখ্যতা গড়েছি,
সে সন্ধ্যাকে আমি বোঝাবো কি?
যে রাতে বিরাট তেজে—
আমার বাহুতে তুমি শুয়েছিলে,
সে রাতকে আমি বলবো কি?
যে উপগ্রহের মহাকর্ষণে—
আমার সরল মনে জোয়াড়-ভাটা সৃষ্টি হতো,
সে চাঁদের দিকে ইদানীং চাইতে পারি না!
আশা ছিল তোমার আলিঙ্গনে— আমার জরাজীর্ণ কবিতারা হয়ে উঠবে উপজীব্য;

অবহেলা গায়ে মেখে,
উপেক্ষার খামে মুড়ে—
কিভাবে মনের ডাকবাক্সে বন্দী হতে হয়?
তা কেউ তোমাকে দেখে শেখে!

বেলাশেষে তোমাকে জানতে গিয়ে জেনেছি~ভালোবাসা আর বিরহ মিলে হয় সমসত্ত্ব মিশ্রণ।
তবে,তোমার বিদায়—
কবুল করা কষ্টের,
আমলে নেওয়া;
তার চেয়েও বেশি ভয়ের!

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments