বাংলা কবিতা, যে ছাত্রীটি নিরুদ্দেশ হয়ে যাবে কবিতা, কবি জয় গোস্বামী - কবিতা অঞ্চল
কবিতাযে ছাত্রীটি নিরুদ্দেশ হয়ে যাবে
কবিজয় গোস্বামী
কাব্যগ্রন্থআজ যদি আমাকে জিগ্যেস করো
4.2/5 - (13 votes)

কী বুঝেছে সে-মেয়েটি ?
সে বুঝেছে রাজুমামা মায়ের প্রেমিক।

কী শুনেছে সে-মেয়েটি ?
সে শুনেছে মায়ের শীৎকার।

কী পেয়েছে সে-মেয়েটি ?–সে পেয়েছে জন্মদিন ?
চুড়িদার, আলুকাবলি–কু-ইঙ্গিত মামাতো দাদার।

সে খুঁজেছে ক্লাসনোট, সাজেশন–
সে ঠেলেছে বইয়ের পাহাড়

পরীক্ষা, পরীক্ষা সামনে–দিনে পড়া, রাতে পড়া–
ও পাশের ঘর অন্ধকার

অন্ধকারে সে শুনেছে চাপা ঝগড়া, দাঁত নখ,
ছিন্ন ভিন্ন মা আর বাবার।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments