বাংলা কবিতা, সৌরকরোজ্জ্বল কবিতা, কবি জীবনানন্দ দাশ - কবিতা অঞ্চল
কবিতাসৌরকরোজ্জ্বল
কবিজীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থসাতটি তারার তিমির
লিখার সময়১৯৪৮
4.1/5 - (16 votes)

পরের ক্ষেতের ধানে মই দিয়ে উঁচু করে নক্ষত্রে লাগানো
সুকঠিন নয় আজ;
যে-কোনো পথের বাঁকে ভাঙনের নদীওর শিয়রে
তাদের সমাজ।
তবুও তাদের ধারা–ধর্ম অর্থ কাম কলরব কুশীলব-
কিংবা এ সব থেকে আসন্ন বিপ্লব
ঘনায়ে–ফসল ফলায়ে–তবু যুগে যুগে উড়ায়ে গিয়েছে পঙ্গপাল।
কাল তবু–হয়তো আগামী কাল।
তবুও নক্ষত্র নদী সূর্য নারী সোনার ফসল মিথ্যা নয়।
মানুষের কাছ থেকে মানবের হৃদয়ের বিবর্ণতা ভয়
শেষ হবে; চতুর্থ–আরো সব
আন্তর্জাতিক গ’ড়ে ভেঙে গ’ড়ে দীপ্তিমান কৃষিজাত জাতক মানব।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments