বাংলা কবিতা, আবার আসিব ফিরে কবিতা, কবি জীবনানন্দ দাশ - কবিতা অঞ্চল
4.4/5 - (180 votes)

আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে – এই বাংলায়
হয়তো মানুষ নয় – হয়তো বা শঙখচিল শালিকের বেশে,
হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিঁকের নবান্নের দেশে
কুয়াশার বুকে ভেসে একদিন আসিব কাঁঠাল ছায়ায়।
হয়তো বা হাঁস হবো – কিশোরীর – ঘুঙুর রহিবে লাল পায়
সারাদিন কেটে যাবে কলমীর গন্ধভরা জলে ভেসে ভেসে।
আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে
জলঙ্গীর ঢেউ এ ভেজা বাংলারি সবুজ করুণ ডাঙ্গায়।

হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে।
হয়তো শুনিবে এক লক্ষীপেঁচা ডাকিতেছে শিমুলের ডালে।
হয়তো খৈয়ের ধান সরাতেছে শিশু এক উঠানের ঘাসে।
রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে
ডিঙ্গা বায় – রাঙ্গা মেঘে সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে,
দেখিবে ধবল বক; আমারে পাবে তুমি ইহাদের ভীড়ে।

guest
4 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Dr PRGHOSH
Dr PRGHOSH
1 year ago

সরাতেছে নয় ছড়াতেছে হবে

সৈয়দ ফয়সল আহমদ
সৈয়দ ফয়সল আহমদ
2 years ago

কবিতায় অনেক ভুল আছে

Shahnaz Pervin Mukti
Shahnaz Pervin Mukti

কবিতায় ভুল নয় গুগলে যারা লেখার কাজ করে তারা ভুল লিখেছে।

Kailyan
Kailyan
2 years ago

Bangle