কবিতাসৌদামিনী
কবিহাকিকুর রহমান
Review This Poem

মেঘের আড়ালে, খুঁজে ফিরে
নিজের আলো’কে
লাজুক সৌদামিনী,
কোথায় লুকালো, সেই দীপশিখা
আধারে ঢাঁকিয়া
নামিলো যে যামিনী।।

আরশিতে মুখ ঢেঁকে, চন্দ্রমল্লিকার কলি
যায় যে কি ছবি এঁকে-
পথহারা পাখি, খুঁজে ফেরে নীড়
নীলিমার পানে
বনে ফুটে কামিনী।।

ছায়াতে ঘিরিয়া রাখে, স্তব্ধ-নিঠুর অতীত
কোন সুরে কারে ডাকে-
বনবীথি ঘিরে, ছড়ায়ে রয়েছে
না বলা কথাগুলি
বিরহিণী তাপিনী।।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments