4/5 - (1 vote)

পাতা উল্টিয়ে ক্যালেন্ডারে
আকস্মিক আবিষ্কৃত যাপিত সময়,
জীবন যাত্রার এই অভ্যস্ত অভ্যেসে
কেটে যায় দিন-রাত্রি
অতিক্রান্ত বহু বছর মাস।

তুমুল প্রতিযোগিতা
দৌড়ঝাপ ঘড়ির ঘন্টা,
বুমেরাং ছুটে চলা
কোথায় তবে জীবনটা!

অভিজ্ঞতার ঝুলি–
সাদা-কালো প্রিয় মুখগুলি সব ভারি।
ছুঁয়ে দিবো আহ্লাদে
উনারা কোথায় পালিয়ে বাঁচে?
আবিষ্কার করি নিজেকে
আবির্ভূত বাস্তবে।
হাহাকারের তুমুল উৎসবে
ভেতরটা এই যাচ্ছে, যাবে ফেটে।

প্রবাহময়তা সময়ের ছুটে চলা
একটু একটু বেড়ে ওঠা
ভিতর ভিতর নিজেরেই খুঁজে ফেরা।

প্রথম বন্ধু প্রিয় বাবা,
ভালোবাসার সবটা ঈশ্বরী মা।
জীবনী শক্তি প্রিয় ভাই-বোন
বন্ধু-বান্ধব আত্মার আত্মীয়
প্রেমিক-প্রেমিকা, প্রিয় প্রাক্তন।
ভার্সিটি-পাঠশালা-কলেজ
রোজনামচায় কত প্রিয়জন শেষ!

তবে কেন যত দিন বেঁচে থাকা,
জীবন মরীচিকায়
বাড়াবাড়ি এই পথচলা?

মেলে না খবর
একটু একটু রোজ
হারাচ্ছে সবে, বাড়াচ্ছে ভিড়
করে দীর্ঘায়িত–
হারানোর তালিকা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments