সুহার্তো পাহাড়ের কাছে হারিয়ে যেতে চায়
শুধু একটি জন্ম এঁকেই বাঁচা যেত!
সুহার্তো ভাবে…
তখনই বিবর্ণ সময় খুন করে ফেলে একটি রক্তাক্ত শরীর।সম্পূর্ণ

এইখানে শ্লেষ্মাঝরা রাত, ভবিষ্যহীন সাক্ষাৎ আমাদের প্রজাপতির উড়ন্ত রঙ দেখে তুমি বলেছিলে বিবাহের কথা মর্গেরসম্পূর্ণ

তুমি পৌষের থলে থেকে-
এক চিমটি মিঠা রোদ এনে দাও আমায়,
আমি রোদ খেয়ে বেঁচে থাকব।
ভালোবাসা না দাও-
একবিন্দু শিশির কণা এনে দাও,
আমি কুয়াশা খেয়ে বেঁচে থাকব।
ভালোবাসা না দাও- ম্যানগ্রোভ থেকে
একটুকরো মড়া সবুজ এনে দাও,
আমি সবুজ খেয়ে বেঁচে থাকব।

দাও অন্তত কিছু একটা দাও আমায়,
যা খেলে তোমায় ভুলে থাকব।সম্পূর্ণ

ঘাসের ভিতরে চ্যাপলিনকে লুকিয়ে রেখেছি বহুদিন। সেল্টা ভিগোর বিমানবন্দরে ভ্রমণকালীন বিরতিতে দেখা হয়ে যায় জীবনানন্দেরসম্পূর্ণ

ব্যাস্ত শহরের মাঝে ব্যাস্ত আমি,
ক্লান্ত দেহের ক্লান্ত মনে থাকি।
সারাদিনের কঠোর রোদের তাপে,
বৃষ্টি মাঝেও আয়ের জন্য যাই ভিজে।

ছোট্ট একটা সংসার আমার গড়ি,
তাদের প্রয়োজনে আমি পুড়ি।
শীতের সকালে ঠাণ্ডা হাওয়ায়,
কুয়াশাচ্ছন্ন আঁধার মাঝের রাস্তায়।
শিশির ভেজা কনকনে শীতের মাঝে,
পথ চলি ধরে কাজের গন্তব্যে।সম্পূর্ণ